দেশে আজ শনাক্তের হার ১১.৪৭%, মৃত্যু ৩০

প্রকাশিত: জুন ৭, ২০২১; সময়: ৫:১১ অপরাহ্ণ |
দেশে আজ শনাক্তের হার ১১.৪৭%, মৃত্যু ৩০

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন। এর আগে গতকাল ৩৮ ও গত পরশু ৪৩ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৮৬৯ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৯৭০ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ১২ হাজার ৯৬০ জন।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৭ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করে আরও এক হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ১১ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ২২ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯১৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৫৩ হাজার ২৪০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৬০ লাখ ৬৭ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে