১০ মের মধ্যে চীনের ৫ লাখ ভ্যাকসিন আসছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: মে ৩, ২০২১; সময়: ৩:০৭ অপরাহ্ণ |
১০ মের মধ্যে চীনের ৫ লাখ ভ্যাকসিন আসছে: স্বাস্থ্যমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩ মে) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ভ্যাকসিন যেখান থেকে পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে। এ ছাড়া অ্যাস্ট্র্যাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যথাসময়ে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার ভ্যাকসিন আসবে।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে, না মানলে বন্ধ করে দেয়া হবে, জরিমানা করা হবে।

এ ছাড়া আন্তঃজেলা পরিবহন ঈদে বন্ধ থাকবে। জেলার ভেতরে গণপরিবহন চলবে। এক জেলার গাড়ি অন্য জেলায় প্রবেশ করতে পারবে না- এমন প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। আন্তঃজেলা ট্রেন ও নৌযোগাযোগও বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

ভারতীয় সীমান্ত বন্ধ থাকার প্রসঙ্গে তিনি বলেন, আপাতত সীমান্ত বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে