করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে রামেকে ভিড়

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১; সময়: ২:৪৬ অপরাহ্ণ |
করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে রামেকে ভিড়

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের মত রাজশাহীতেও শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান। বুধবার সকাল থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ছয়টি বুথে শুরু হয় ভ্যাকসিন কার্যক্রম। এছাড়াও সিটি করপোরেশনের আওতায় নগর ভবন ও সিএমএইচ এ টিকা কার্যক্রম চলে।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, যারা মোবাইলে ম্যাসেজ পেয়েছেন তারাই ভ্যাকসিন দিতে পারছেন। দ্বিতীয় ডোজের প্রথম দিনে ভ্যাকসিন নিয়েছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও স্ত্রী।

তিনি বলেন, দুপুর ১টা পর্যন্ত ৬২০ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। প্রথম দিনে এক হাজার জন্যকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিভাগের মধ্যে রাজশাহী এখন করোনার অন্যতম হটস্পটে পরিণত হয়েছে। সচেতনতা বাড়িয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেন মনো করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, জনসাধারণ যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য হয় সেজন্য জেলা প্রশাসনকে ব্যবস্থা নেয়া প্রয়োজন। এছড়াও নিজেদেরকেও সচেতন হতে হবে। মাস্ক পড়ে বের হওয়া, বাসায় গিয়ে হ্যান্ডওয়াস দিয়ে হাত ধোয়া, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া এসব নিজেদের করতে হবে। ভ্যাকসিন নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের প্রতি আহবান জানান এই সাংসদ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে