রামেক হাসপাতাল থেকে দুই নারী দালাল গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২১; সময়: ৯:৪৭ অপরাহ্ণ |
রামেক হাসপাতাল থেকে দুই নারী দালাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে দুই নারী দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার মৃত আ: সালামের স্ত্রী রোকেয়া বেগম (৬০) ও নগরীর চণ্ডিপুর এলাকার দেলোয়রের স্ত্রী পিয়ারা বেগম (৪০)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের বহির্বিভাগ থেকে লক্ষীপুর পুলিশ বক্স তাদের গ্রেপ্তার করে।

লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব রহমান জানান, হাসপাতালে দালাল বিরোধী অভিযান অব্যাহত থাকার কারণে রোগি ধরা দালালরা কৌশলে হাসপাতালের বহির্বিভাগে দালালি করছেন। তারা বহির্বিভাগ থেকে টিকিট কেটে ডাক্তার দেখানোর নাম করে বহির্বিভাগে অবস্থান করে বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগিদের ধরে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছে।

মঙ্গলবার সকালেও একই প্রক্রিয়া রোগি ধরার জন্য দুই নারী দালাল রোকেয়া ও পিয়ারা বহির্বিভাগ অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে নারী পুলিশ সদস্যদের সহযোগিতায় বহির্বিভাগে গিয়ে দুই নারী দালালকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের রাজপাড়া থানায় প্রেরণ করা হয়। থানা থেকে আদালতে প্রেরণ করা হবে। সিনিয়র অফিসার স্যারদের নির্দেশনায় দালাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • 125
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে