‘ঢাকায় সীমিত আকারে টিকা দেওয়া হবে’

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১; সময়: ১:৩৫ অপরাহ্ণ |
‘ঢাকায় সীমিত আকারে টিকা দেওয়া হবে’

পদ্মাটাইমস ডেস্ক : ২১ জানুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে ভারতের দেওয়া উপহার ২০ লাখ ডোজ করোনার টিকা। এই টিকা হাতে এলে আগেই তা বিতরণ করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে মন্ত্রী এ কথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, ভারতের দেওয়া উপহারের টিকা আগে এলে আগেই বিতরণ শুরু হবে। প্রথমে সীমিত আকারে ঢাকায় দেওয়া হবে। পরবর্তীতে সারাদেশে জাতীয়ভাবে টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, শুধু জেলা, উপজেলা, সিটি কপোরেশনগুলোকে ধরে প্রতিদিন দুই লাখ মানুষকে টিকা দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে না। প্রথমে ২০ লাখ আসছে। পরবর্তীতে আরো ৫০ লাখ আসবে। এসব টিকা সংরক্ষণের জন্য কোল্ড চেইন, জনবল, ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে