জিনোম সিকোয়েন্সে করোনার ৩০টি নতুন পরিবর্তনের সন্ধান

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১; সময়: ২:৩২ অপরাহ্ণ |
জিনোম সিকোয়েন্সে করোনার ৩০টি নতুন পরিবর্তনের সন্ধান

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের নতুন ৩০টি পরিবর্তনের সন্ধান পেয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর মধ্যে ৬টি পরিবর্তন সম্পূর্ণ ভিন্ন। যা বিশ্বের আর কোথাও নেই। বাকি ২৪টিও বাংলাদেশের প্রেক্ষিতে নতুন। করোনা মহামারীতে বিপর্যস্ত বিশ্ব।

বাংলাদেশে এই ভাইরাসের গতিপ্রকৃতি ও বৈচিত্র জানতে গবেষণা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের একদল গবেষক। সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করে তাদের জিনোম সিকোয়েন্স করে সন্ধান পান ৩০টি নতুন ধরনের। গবেষকদের দাবি, এর মধ্যে ৬টি ধরন শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বেই নতুন।

এই গবেষণার ফলে দেশের জন্য কার্যকরী ভ্যাক্সিন নির্ধারণ সহজ হবে বলেও দাবি করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় ড. শামসুল হক প্রধান। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, করোনাভাইরাস নিয়ে এই গবেষণা ভবিষ্যতে চলমান থাকবে। সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ অর্জনের আশা গবেষকদের।

  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে