করোনা রোগীর চিকিৎসায় ১০০ ভাগ সফল মডের্নার টিকা

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০; সময়: ৮:১১ পূর্বাহ্ণ |
করোনা রোগীর চিকিৎসায় ১০০ ভাগ সফল মডের্নার টিকা

পদ্মাটাইমস ডেস্ক: মার্কিন ওষুধ প্রস্তুতকারক মডের্না ইঙ্ক আজ সোমবার (৩০ নভেম্বর) মার্কিন ওষুধ ও খাদ্য প্রশাসনের (এফডিএ) কাছে তাদের তৈরি কোভিড-১৯ টিকার অনুমোদনের আবেদন করছে।

সর্বশেষ ট্রায়ালের চূড়ান্ত ফল বিশ্লেষণে কোম্পানিটির টিকা এখন ৯৪.১ শতাংশ সফল বলে প্রমাণিত হয়েছে। আর কোভিড-১৯ এর গুরুতর অসুস্থতা ঠেকাতে এটি অর্জন করেছে ১০০ ভাগ সাফল্য। এসংক্রান্ত তথ্য হাতে আসা মাত্রই তা যাচাইয়ের জন্য নিয়ামক সংস্থাটির কাছে জমা দিতে চলেছে কোম্পানিটি।

এব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে এফডিএ’র টিকা পরামর্শক কমিটির সদস্য ড. পল অফিট বলেন, ”এটা সত্যিই বিস্ময়কর। এমন তথ্য সত্যিই চমকপ্রদ।”

মডের্নার প্রধান মেডিকেল কর্মকর্তা জানান, গত শনিবার গভীর রাতে চূড়ান্ত তথ্য-উপাত্ত হাতে পেয়ে তিনি বিস্ময়ে মুখের ভাষা হারিয়ে ফেলেন।

ডা. তাল জ্যাক্স বলেন, ”এই প্রথম আমি নিজের কান্না চেপে রাখতে পারিনি। এবার আমরা সত্যিই মহামারির দিক-পরিবর্তনের আশা করতে পারছি।”

মার্কিন নিয়ামক সংস্থার কাছে জরুরি প্রয়োগ অনুমোদনের আবেদনকারী দ্বিতীয় কোম্পানি হবে মডের্না। এর আগে গত ২০ নভেম্বর প্রথম আবেদন করে ফাইজার। তারাও প্রায় একইরকম উচ্চ সফলতার তথ্য জমা দেয়।

ফাইজার ও মডের্নাকে অনুমোদন দেওয়ার বিষয়ে ডিসেম্বরেই টিকা পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসবে এফডিএ।

অনুমোদন মঞ্জুর করা হলে, ডিসেম্বরের শেষদিকে যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে অনুমান করছেন দেশটির শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি।

এদিকে মডের্না জানিয়েছে তারা সোমবার ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সির কাছেও স্বীকৃতির জন্য আবেদন করবে।

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে