স্পুটনিক-ফাইভ কোভিড-১৯ ভ্যাকসিন ৯৫% কার্যকর

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০; সময়: ৮:৩৫ অপরাহ্ণ |
স্পুটনিক-ফাইভ কোভিড-১৯ ভ্যাকসিন ৯৫% কার্যকর

পদ্মাটাইমস ডেস্ক : স্পুটনিক-ফাইভ কোভিড-১৯ ভ্যাকসিন ৯৫% কার্যকর বলে দাবি করেছে রাশিয়া, খবর এএফপির। রাশিয়ান এই ভ্যাকসিনের প্রথম ডোজের ৪২ দিনের প্রাথমিক ড্যাটার ওপর ভিত্তি করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, রাষ্ট্রপরিচালিত গামালিয়া রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এক সার্কুলেশনে এ তথ্য জানিয়েছে; এএফপির সূত্র ধরে খবর এনডিটিভির।

জামালেয়া ন্যাশনাল সেন্টার জানিয়েছে, ৩৯টি কোভিড-১৯ কেস এবং ১৮ হাজার ৭৯৪ জন রোগীর নতুন ক্লিনিক্যাল ট্রায়াল ড্যাটার ওপর ভিত্তি করে স্পুটনিক-ফাইভের ২৮ দিনে ৯১.৪% এবং ৪২ দিনে ৯৫% কার্যকারিতার প্রমাণ পেয়েছে তারা।

এর আগে, যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছিল, করোনাভাইরাস মোকাবেলায় তাদের ভ্যাকসিন কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই প্রায় ৯০% কার্যকরী।

গত মাসে ব্রিটেন ও ব্রাজিলে চলমান শেষ পর্যায়ের ট্রায়াল বিবেচনায় দাবি করা হয়, অক্সফোর্ড ইউনিভার্সিটির ওই ভ্যাকসিনের এ কার্যকারিতার কথা জানানো হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিনও ৯৫% কার্যকারিতা দেখিয়েছে।

অন্য টিকার চেয়ে সস্তা হবে: আগামী বছর নাগাদ শত কোটি ডোজ স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারের জন্য উৎপাদন করতে চায় মস্কো। এজন্য অন্যান্য টিকার তুলনায় স্পুটনিকের দাম কম রাখা হবে। দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল- আরডিআইএফ প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত্রি নাগাদ টিকাটির দর সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর কথা। তবে বার্তা সংস্থা রয়টার্স আরডিআইএফ প্রধান কিরিল দিমিত্রিয়েভের বরাতে জানায়, সমানভাবে কার্যকর অন্য টিকার চেয়ে স্পুটনিক ফাইভের দাম কম রাখা হবে।

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে