মডার্নার ভ্যাকসিনের দাম ২৫ থেকে ৩৭ ডলার!

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২০; সময়: ১:৫০ অপরাহ্ণ |
মডার্নার ভ্যাকসিনের দাম ২৫ থেকে ৩৭ ডলার!

পদ্মাটাইমস ডেস্ক : জার্মান সাপ্তাহিক ওয়েলট এম সোনট্যাগকে মডার্নার চিফ এক্সিকিউটিভ স্টিফেন ব্যানসেল জানান, তাদের কোভিড-১৯ ভ্যাকসিনের দাম প্রতি ডোজ ২৫ থেকে ৩৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ভ্যাকসিনের দাম, কত সংখ্যক অর্ডার করা হচ্ছে-তার ওপর নির্ভর করবে।

তিনি বলেন, ‘আমাদের ভ্যাকসিনের দাম ফ্লু শটের (ফ্লু ভ্যাকসিন) দামের সমান। যা প্রায় ১০ থেকে ৫০ মার্কিন ডলার।’

ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতি ডোজ ২৫ ডলারের কম দামে লাখ লাখ করোনার টিকা পেতে মডার্নার সঙ্গে একটি চুক্তিতে যেতে চায় ইউরোপীয় কমিশন।

ব্যানসেল বলেন,‘এখনও কিছুই স্বাক্ষর হয়নি, তবে আমরা ইইউ কমিশনের সঙ্গে একটি চুক্তির কাছাকাছি আছি। আমরা ইউরোপে ভ্যাকসিনটি পৌঁছে দিতে চাই এবং (এ বিষয়ে)গঠনমূলক আলোচনায় আছি।’ তিনি আরো জানান, কিছুদিনের মধ্যেই তাদের সঙ্গে চুক্তি হবে।

মডার্নার তথ্যমতে, এর পরীক্ষামূলক ভ্যাকসিনটি করোনা প্রতিরোধে ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর হয়েছে। ফাইজার ও বায়োএনটেকের পর এটিই সবচেয়ে কার্যকর প্রমাণিত ভ্যাকসিন।

ইইউ জুলাই মাস থেকে মর্ডানার সঙ্গে তাদের ভ্যাকসিন নিয়ে আলোচনা করছে।

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে