লাগাতার আন্দোলনে যাচ্ছেন হেলথ এ্যাসিস্ট্যান্টরা

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০; সময়: ৩:০৫ অপরাহ্ণ |
লাগাতার আন্দোলনে যাচ্ছেন হেলথ এ্যাসিস্ট্যান্টরা

নিজস্ব প্রতিবেদক: নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে লাগাতার আন্দোলনে নামতে যাচ্ছে বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ)। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানানো হয়। আগামী ২৬ নভেম্বর থেকে সারাদেশের ন্যায় রাজশাহীতেও ইপিআইসহ যাবতীয় কার্যক্রম থেকে কর্মবিরতি পালনের বিষয়টি জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ। এর আগে গত ২৪ অক্টোবর থেকে এমআর ক্যাম্পেইন সংশ্লিষ্ট সকল কার্যক্রম বন্ধ করা হয়।

সংগঠনটির রাজশাহী জেলা সভাপতি মো. মাসুম আলী জানান, অবিলম্বে নিয়োগবিধি সংশোধন করে এইচএসসি পাশের পরিবর্তে স্নাতক পাশ করতে হবে। এছাড়া স্বাস্থ্য সহকারীদের ১৩ তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ তম এবং স্বাস্থ্য পরিদর্শকদের ১১ তম গ্রেড প্রদান করতে হবে।

তা না হলে আগামী ২৬ নভেম্বর থেকে ইপিআইসহ যাবতীয় কার্যক্রম থেকে কর্মবিরতি শুরু করবেন তারা। মতবিনিময়কালে সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদস্য সচিব কাজী মো. আশরাফ উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে