আসছে পুরুষের জন্মনিয়ন্ত্রক টিকা

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২০; সময়: ২:৪২ অপরাহ্ণ |
আসছে পুরুষের জন্মনিয়ন্ত্রক টিকা

পদ্মাটাইমস ডেস্ক : জন্মনিয়ন্ত্রণে পুরুষদের ওপর ব্যবহারের জন্য এক ধরনের টিকা আনছে ভারত। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

নয়দিল্লির একদল গবেষক দীর্ঘদিনে গবেষণার পর এই টিকা প্রস্তত করেছেন। তারা জানিয়েছেন, পুরুষদের জন্মনিয়ন্ত্রক এই টিকা একবার প্রয়োগ করলে ১৩ বছর তার প্রভাব থাকবে।

আনন্দবাজার পত্রিকা বলছে, পেট ও উড়ুর মধ্যে ইঞ্জেকশন দিয়ে প্রয়োগ করা যাবে এই টিকা। এতে জন্মদানের ক্ষমতা হারানোর আশঙ্কা নেই। ক্লিনিক্যাল ট্রায়ালে এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া মেলেনি।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বা আইসিএমআর জানিয়েছে, পুরুষদের জন্য প্রস্তুত এই টিকা আন্তর্জাতিক মানদণ্ডে সুরক্ষিত, দীর্ঘ সময় পর্যন্ত এর উপযোগিতা থাকবে। ৩০০ জনের ওপর এর পরীক্ষা হয়েছে, সাফল্যের হার ৯৭.৩ শতাংশ। তিন রাউন্ডের ট্রায়ালে কারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।

আইসিএমআরের বিজ্ঞানী আর এস শর্মা বলেছেন, এই টিকা পুরোপুরি প্রস্তুত, এখন সরকার অনুমোদন দিলে তা বাজারে আনা হবে।

তিনি বলেন, বলা যেতে পারে, এটিই বিশ্বের প্রথম পুরুষ গর্ভনিরোধক। যদি এর দাম কিছুটা কম রাখা যায়, তবে অবাঞ্ছিত সন্তানসম্ভাবনা আটকানোর জন্য এটি অত্যন্ত উপযোগী প্রমাণিত হবে। বেশ কয়েক বছরের পরীক্ষানিরীক্ষার পর প্রস্তুত হয়েছে এটি।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে