করোনা আক্রান্ত প্রতি ৫ জনে একজন মানসিক রোগের শিকার

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২০; সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ |
করোনা আক্রান্ত প্রতি ৫ জনে একজন মানসিক রোগের শিকার

পদ্মাটাইমস ডেস্ক : সারা পৃথিবীতেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসা পদ্ধতি, টিকা নিয়ে চলছে গবেষণা। ইতোমধ্যে ফাইজার ও বায়োএনটেক তৈরি করেছে ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর টিকা। তবু এই সমস্ত সমাধান, প্রতিকার আসতে আসতেই মহামারির ভয়াল থাবায় কাবু হয়ে পড়ছেন অনেক মানুষ।

সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী, মনোবিদরা জানিয়েছেন প্রতি ৫ জন করোনা আক্রান্তের মধ্যে একজন চরম মানসিক রোগের শিকার হচ্ছেন, যা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৯ মিলিয়ন মানুষের মধ্যে এই সমীক্ষা করা হয়েছিল, যাদের মধ্যে ৬২ হাজার জন করোনা আক্রান্ত। সেখান থেকেই এই তথ্য উঠে এসেছে।

মনোরোগ বিশেষজ্ঞদের দাবি, করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ২০ শতাংশ রোগী সেরে ওঠার ৯০ দিনের মধ্যে চরম আকারের কোনও মানসিক রোগের শিকার হচ্ছেন। নানা ধরনের মানসিক বিকার দেখা যাচ্ছে তাদের মধ্যে, যা যথেষ্ট উদ্বেগজনক।

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক পল হ্যারিসন জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠা রোগীদের মধ্যে মনোরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

উৎকণ্ঠা, মানসিক অবসাদ, নিদ্রাহীনতার মতো নানা রোগ মূলত গ্রাস করছে করোনা আক্রান্ত রোগীরা সেরে ওঠার পরে। এখানেই শেষ নয়, সমীক্ষায় উঠে এসেছে করোনা থেকে সেরে ওঠা রোগীদের মধ্যে ডিমেনসিয়া মতো মানসিক রোগও দেখা যাচ্ছে।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে