সংক্রমণহীন শিশুদের রক্তে করোনাভাইরাসের অ্যান্টিবডি!

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০; সময়: ১২:৩২ অপরাহ্ণ |
সংক্রমণহীন শিশুদের রক্তে করোনাভাইরাসের অ্যান্টিবডি!

পদ্মাটাইমস ডেস্ক : নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়নি এমন মানুষদের রক্তের নমুনায় ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডি খুঁজে পেয়েছেন গবেষকরা।

এমনিতে শিশুদের শরীরে এ ধরনের অ্যান্টিবডি পাওয়ার সম্ভাবনা বেশি ছিল। এটা সংক্রমিত শিশুদের হালকা অসুস্থতা কিংবা একেবারে লক্ষণহীন থাকার বিষয়টি ব্যাখ্যা করতে পারে।

সাধারণ সর্দি-জ্বর সৃষ্টি করা পূর্ববর্তী কোনো ‘মৌসুমি করোনাভাইরাসের’ সংক্রমণের কারণে এ অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছে কিনা, তা এখনো পরিষ্কার নয়। লন্ডনের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের জর্জ ক্যাসিওটিস ও তার সহকর্মীরা প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের রক্তের নমুনা বিশ্লেষণ করেছেন। তারা কেউই করোনাভাইরাসে সংক্রমিত হয়নি। কারণ মহামারীটি শুরু হওয়ার আগে কিংবা ভাইরাসটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগেই রক্তের এ নমুনাগুলো সংগ্রহ করা হয়েছিল।

গবেষক দলটি আবিষ্কার করেছে, কভিড-১৯ সংক্রমণহীন ৩০২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির নমুনার মধ্যে ৫ শতাংশ নমুনায় করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে। অন্যদিকে ৬ থেকে ১৬ বছর বয়সী ৬০ শতাংশেরও বেশি শিশুর রক্তের নমুনায় করোনাভাইরাসের অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। এ বয়সীদের নমুনায় মৌসুমি করোনাভাইরাসের অ্যান্টিবডি সবচেয়ে বেশি পাওয়া গেছে। রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গেছে, নমুনাগুলো সার্স-কোভ-২ ভাইরাসের কোষগুলোতে সংক্রমিত হতে বাধা দিয়েছে।

নেচার জার্নাল

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে