কত হবে চীনের ভ্যাকসিনের দাম?

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০; সময়: ৭:৩৬ অপরাহ্ণ |
কত হবে চীনের ভ্যাকসিনের দাম?

পদ্মাটাইমস ডেস্ক : চীনের একটি শহরে জাতীয় কর্মসূচীর আওতায় সিনোভ্যাক বায়োটেক তাদের পরীক্ষাধীন কোভিড-১৯ ভ্যাকসিন সামনের সারির কর্মী ও জরুরী কাজে নিয়োজিত কর্মীদের মধ্যে ৪০০ ইউয়ান অর্থাৎ পাঁচ হাজার টাকায় বিতরণের ঘোষণা দিয়েছে।

চীনের জিয়াজিং শহরের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) উইচ্যাটে একটি বিবৃতিতে জানায়, ভ্যাকসিন প্রার্থী করোনাভ্যাকের দুটি ডোজের প্রতি ডোজের দাম পড়বে ২০০ ইউয়ান বা ২ হাজার ৫২৯ টাকা । স্বাস্থ্যকর্মী সহ অন্যান্য সামনের সারির কর্মীদের টিকাদান কর্মসূচী ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কোভিড-১৯ এর প্রার্থী ভ্যাকসিনগুলোর মূল্য বিবরণী প্রকাশ করেনি চীনা কর্তৃপক্ষ। চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে জরুরী টিকাদান কর্মসূচীর আওতায় ইতোমধ্যেই অসংখ্য মানুষকে পরীক্ষাধীন এই টিকা প্রদান করা হয়েছে। জিয়াজিং শহরের টিকাদান কর্মসূচীর ভ্যাকসিনের দামে ভর্তুকি অন্তর্ভুক্ত কিনা তা জানা যায়নি। এব্যাপারে কোনো মন্তব্য করেনি সিডিসি।

সিনোভ্যাক তাদের এই কর্মসূচীর ব্যাপারে কিছু জানায়নি। ব্রাজিল, ইন্দোনেশিয়া ও তুরস্কে প্রতিষ্ঠানটির প্রার্থী ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে নভেম্বরের মধ্যে ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্যের বিশ্লেষণী প্রকাশ করা হবে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বায়ো ফার্মা সিনোভ্যাক থেকে ভ্যাকসিনটির ৪০ মিলিয়ন ডোজ কিনে নেয়ার চুক্তি করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ভ্যাকসিনটি সহজলভ্য হলে ডোজপ্রতি দাম পড়বে ১৩ ডলার বা ১ হাজার ১০০ টাকার মতো।

চীন জানিয়েছে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ভ্যাকসিনের দামে ন্যায্য লাভের অনুমতি আছ, তবে কোভিড-১৯ ভ্যাকসিনের দাম উৎপাদন খরচের খুব বেশি হওয়া উচিৎ নয়।

চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) আগস্টে জানায়, তাদের প্রস্তুতকৃত ভ্যাকসিনের প্রতি দুই ডোজের দাম ১০০০ ইউয়ানের (১২ হাজার ৬৫০টাকা) বেশি হবেনা। তবে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের একজন কর্মকর্তা জানায়, ভ্যাকসিন আরও সুলভ মূল্যে পাওয়া যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে