বিশ্বে করোনা শনাক্ত প্রায় ৩ কোটি ৭৪ লাখ

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২০; সময়: ৯:২০ পূর্বাহ্ণ |
বিশ্বে করোনা শনাক্ত প্রায় ৩ কোটি ৭৪ লাখ

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৩ কোটি ৭৪ লাখ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে আজ সোমবার নাগাদ করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৩ কোটি ৭৩ লাখ ৯৫ হাজার ২৯ জন।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১০ লাখ ৭৫ হাজার ৭৫০ জন।

বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ২ কোটি ৫৮ লাখের বেশি। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ৬১ হাজার ৬৩৭ জন। মোট মারা গেছেন ২ লাখ ১৪ হাজার ৭৬৭ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জন।

দেশটিতে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে।

ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ৯৪ হাজার ৯৭৯ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৪৮৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। কলম্বিয়া পঞ্চম। ষষ্ঠ আর্জেন্টিনা। সপ্তম স্পেন। পেরু নবম। দশম মেক্সিকো। তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

চলতি বছরের ১১ জানুয়ারি বিশ্বে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল রোববারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত রোগী ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জন।

গতকাল পর্যন্ত দেশে সংক্রমণের ২১৮ দিনে মোট ৫ হাজার ৫২৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকার। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় দেশে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।

শুরুর দিকে দেশে সংক্রমণ হয়েছে ধীর গতিতে। মে মাসের মাঝামাঝি সংক্রমণ দ্রুত ছড়াতে শুরু করে। আর জুনে সংক্রমণ পরিস্থিতি তীব্র আকার ধারণ করে। মাস দু-এক ধরে দৈনিক নতুন রোগীর সংখ্যা কমেছে। গত সাত দিনের মধ্যে পাঁচ দিন দৈনিক মৃত্যু ৩০-এর নিচে ছিল।

জনস্বাস্থ্যবিদেরা বলে আসছেন, আক্রান্তের শীর্ষে থাকা দেশগুলোর তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার কম। কিছু পদক্ষেপ নেওয়া হলে এটি আরও কমানো সম্ভব।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে