শরীরে সংক্রমণ ঘটাতে কত সময় নেয় করোনা?

প্রকাশিত: আগস্ট ২০, ২০২০; সময়: ৭:০৭ অপরাহ্ণ |
শরীরে সংক্রমণ ঘটাতে কত সময় নেয় করোনা?

পদ্মাটাইমস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে পৃথিবী কার্যত স্থবির। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত কার্যকর ওষুধ না পেলেও থেমে নেই গবেষণা। সম্প্রতি এক গবেষণায় বলা হয়, করোনা সংক্রমণ ঘটাতে সর্বোচ্চ ৫ থেকে ৫০ মিনিট পর্যন্ত সময় নেয়।

ইউনিভার্সিটি অফ ম্যাসেচুসেটস ডর্থমুথ’র গবেষণায় এই তথ্য উঠে আসে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।

এ বিষয়ে গবেষকরা জানান, করোনাভাইরাস সংক্রমিত হতে সর্বোচ্চ সময় লাগে ৫ থেকে ৫০ মিনিট। এমনকি এক আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকে গোটা অফিসই সংক্রমিত হতে পারে।

এই গবেষকদলের গুরুত্বপূর্ণ একজন হলেন এরিন এস ব্রুমেজ। তিনি বলেন, একজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে দশ মিনিটের মধ্যেই অন্য ব্যক্তির শরীরে সংক্রমণ ঘটাতে পারে করোনা।

তিনি আরো বলেন, একটি সংক্রমণের তীব্রতা নির্ভর করছে একজন ব্যক্তি কত বেশি ভাইরাল লোডের মুখোমুখি হয় তার ওপর।

গবেষকদের মতে, এক হাজার করোনাভাইরাস একজন মানুষকে সংক্রমিত করে দিতে পারে। একই সঙ্গে একটি হাঁচি থেকে অন্তত ৩০০০ ড্রপলেট নির্গত হয়। ২০০ মাইল প্রতি ঘণ্টার হিসেবে ওই ড্রপলেট ছড়িয়ে প়ড়়ে, যা সংক্রণের একটি মূল কারণ।

এই গবেষণায় আরো বলা হয়, প্রতিটি ভাইরাস কনা শ্বাসের মাধ্যেমে শরীরে প্রবেশ করার পর থেকে সংক্রমণ ঘটাতে সর্বোচ্চ ৫০ মিনিট সময় নেয়।

এদিকে ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, ২০ আগস্ট, বৃহস্পতিবার সকাল পৌন ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ২ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৬৪১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৭ লাখ ৯০ হাজার ৯৯৭ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৩ লাখ ৮৫৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৪ লাখ ৮৫ হাজার ৮১১ জন করোনারোগী, যাদের মধ্যে ৬১ হাজার ৭৫১ জনের অবস্থা আশঙ্কাজনক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে