৫ মিনিটেই কোভিড-১৯ টেস্টের প্রযুক্তি আনলো আমিরাত

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ১০:০৪ অপরাহ্ণ |
৫ মিনিটেই কোভিড-১৯ টেস্টের প্রযুক্তি আনলো আমিরাত

পদ্মাটাইমস ডেস্ক : দ্রুত করোনাভাইরাসের শনাক্ত করতে পারে এমন চারটি সেন্টার স্থাপন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এসব সেন্টারে ৫ মিনিটের মধ্যেই জানা যাবে দেহে ভাইরাসটির উপস্থিতি আছে কি নেই। অন্যান্য দেশ থেকে আসা মানুষকে দেশটিতে দ্রুত প্রবেশের সুবিধার্থেই এই ব্যবস্থা করা হয়েছে।

আমিরাতে প্রবেশ করতে হলে একজন ব্যক্তির করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তাই দ্রুত সময়ের মধ্যে অন্যান্য স্থান ও অঞ্চল থেকে আসা মানুষদের টেস্ট করানোর ব্যবস্থা করেছে আবু ধাবি স্বাস্থ্য সেবা কোম্পানি- সেহা।

স্থাপিত ৪টি র‌্যাপিড টেস্ট সেন্টার আবু ধাবি, দুবাই, ফুজাইরাহ ও রাস আল খমিয়াহতে স্থাপন কেরা হয়েছে। এসব সেন্টারে লেজার প্রযুক্তির মাধ্যমে করোনাভাইরাসের উপস্থিতি জানা যাবে। টেস্ট করানোর ৫ মিনিট পরই ফলাফল পাওয়া যাবে, বলছে সেহা।

চাইলেই একজন ব্যক্তি র‌্যাপিড টেস্ট সেন্টারে গিয়ে টেস্ট করাতে পারবে না। আগ্রহীদের সেহা মোবাইল অ্যাপের মাধ্যমে আগে থেকেই অ্যাপোয়েনমেন্ট নিয়ে রাখতে হবে। অ্যাপোয়েনমেন্টের তারিখ অনুযায়ী টেস্ট করাতে হবে এবং এ জন্য গুণতে হবে ১৪ ডলার (১ হাজার ২০০ টাকা)।

সেহা বলছে, এই লেজার প্রযুক্তির মাধ্যমে দ্রুত ভাইরাসের উপস্থিতি জানা গেলেও অনেক সময় যান্ত্রিক জটিলতা দেখা দেয়। সেক্ষেত্রে একজন ব্যক্তি সন্দেহভাজন হলে তাকে পিসিআর টেস্টও করাতে হতে পারে। সেন্টারগুলোতে সে সুযোগও রাখা হয়েছে।

এর আগে এক ঘোষণায় আবু ধাবি কর্তৃপক্ষ জানায়, অন্য শহর কিংবা দেশ হতে কেউ এখানে প্রবেশ করতে চাইলে অবশ্যই করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। অন্যথায় কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে