করোনার ওষুধ তৈরির দাবি রাজশাহীর হোমিও চিকিৎসকের (ভিডিওসহ)

প্রকাশিত: জুলাই ৩১, ২০২০; সময়: ১:২৪ অপরাহ্ণ |
করোনার ওষুধ তৈরির দাবি রাজশাহীর হোমিও চিকিৎসকের (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের কারণে স্থবির বিশ্ব। ভাইরাসটি পুরোপুরি জেকে বসেছে পৃথিবীতে। ভাইরাসটি দূর করতে ওষুধ ও ভ্যাকসিন নিয়ে চলছে নানা গবেষণা। এমন পরিস্থিতিতে রাজশাহী নগরীর কাটাখালী উপকন্ঠের কিসমত কুখন্ডীর আব্দুল জলিল নামের এক হোমিও চিকিৎসক করোনার ওষুধ তৈরি করেছেন বলে দাবি করেছেন।

তিনি দাবি করেন, তার এই তৈরিকৃত ওষুধে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ৫-৬ দিনে সুস্থ হয়ে যাবে। তিনি জানান, প্রায় চল্লিশ বছর থেকে তিনি হোমিওপ্যাথি চিকিৎসার সাথে জড়িত। এছাড়াও ১২ বছর তিনি কলকাতায় প্রশিক্ষণ নিয়েছেন। এই ওষুধ পরীক্ষিত প্রায় ৭ জন করোনা রোগীকে খাওয়ানো হয়, নিয়মিত খেয়ে তারা দ্রুত সুস্থ হয়েছেন।

তিনি আরও জানান, জার্মানির কয়েকটি ওষুধ থেকে মূলত এই করোনার ওষুধ তৈরি করা হয়েছে। এই ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলেও জানান তিনি। হোমিও চিকিৎসক দাবি করেন, এই হোমিও ওষুধ যদি সরাকারের সহযোগিতার মাধ্যমে সারাদেশে করোনা রোগিসহ সকলের কাছে পৌঁছে দেওয়া যায় তবে দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ও করোনা মহামারি ভাইরাস দূর করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

যদি এই হোমিও ওষুধ সুস্থ ও অসুস্থ যেকোনো রোগীরা নিতে চান তবে ০১৭৪০-৫৪৮৫৪৪ এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।

  • 845
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে