করোনার নতুন লক্ষণ

প্রকাশিত: জুলাই ১৭, ২০২০; সময়: ১১:৪৯ অপরাহ্ণ |
করোনার নতুন লক্ষণ

পদ্মাটাইমস ডেস্ক : সকালে ঘুম থেকে উঠে চোখের তলায় নজর। হালকা লালচে র‌্যাশ। কিংবা হাতের আঙুল হঠাৎ করে খুব চুলকাচ্ছে। আমল দিচ্ছেন না তো? এখনই সাবধান। এটা করোনা সংক্রমণের নতুন উপসর্গ। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে লন্ডনের কিংস কলেজের গবেষণা।

এতদিন করোনা সংক্রমণের প্রধান তিনটি উপসর্গ ছিল জ্বর, সর্দি-কাশি, গন্ধ-স্বাদ না পাওয়া। এবার তার সঙ্গে যোগ হচ্ছে চর্মরোগও। সম্প্রতি ইংল্যান্ডে স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপ ব্যবহারকারীদের নিয়ে ও অনলাইনে দু’টি সমীক্ষা চালান কিংস কলেজের গবেষকরা।

তাতেই উঠে এসেছে, ৮.৮% করোনা আক্রান্ত রোগীর অন্যান্য উপসর্গের মধ্যে চর্মরোগও রয়েছে। অনলাইনে ১২ হাজার মানুষের মধ্যে চলা সমীক্ষায় পাওয়া যায়, ২১% করোনা আক্রান্ত রোগীর চর্মরোগই একমাত্র উপসর্গ। আবার ১৭% করোনা আক্রান্ত রোগীর প্রথম উপসর্গ ছিল চর্মরোগ।

করোনার সংক্রমণে কোন কোন জায়গায় চর্মরোগ দেখা দিতে পারে তার প্রাথমিক তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে, হাত, পায়ের তলা, ঠোঁট, চোখের তলায় সমস্যা দেখা দিতে পারে। কনুই, হাঁটুর চারপাশ, পায়ের তলায়ও চর্মরোগ হতে পারে। হাত ও পায়ের আঙ্গুলেও হঠাৎ সমস্যা দেখা দিতে পারে।

করোনার সংক্রমণে কোন কোন জায়গায় চর্মরোগ দেখা দিতে পারে তার প্রাথমিক তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে, হাত, পায়ের তলা, ঠোঁট, চোখের তলায় সমস্যা দেখা দিতে পারে। কনুই, হাঁটুর চারপাশ, পায়ের তলায়ও চর্মরোগ হতে পারে। হাত ও পায়ের আঙ্গুলেও হঠাৎ সমস্যা দেখা দিতে পারে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে