অস্কারের উপস্থাপক হচ্ছেন সেলেনা?

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২; সময়: ১:৫২ অপরাহ্ণ |
খবর > বিনোদন
অস্কারের উপস্থাপক হচ্ছেন সেলেনা?

পদ্মাটাইমস ডেস্ক : এবারের অস্কারে উপস্থাপনায় দেখা যাবে জনপ্রিয় সংগীতশিল্পী সেলেনা গোমেজকে। এমনটাই আভাস জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সেই সঙ্গে থাকবেন ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ ছবির সহশিল্পী স্টিভ মার্টিন এবং মার্টিন শর্ট।

কয়েক দিন আগেই জানা গেছে, এবারের অস্কারে উপস্থাপক থাকবেন। গত তিন বছর উপস্থাপক ছাড়াই হয়ে আসছিল আয়োজনটি। কে হবেন এবারের অস্কারের উপস্থাপক তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

ভ্যারাইটির সূত্রে জানা গেছে, সেলেনা গোমেজ উপস্থাপনা করতে পারেন এবারের অস্কার। সেলেনা ছাড়াও বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে টম হল্যান্ডের নাম।

এবিসি এন্টারটেইনমেন্ট ও হুলু ওরিজিনালের প্রেসিডেন্ট ক্রেইগ এরউইচ জানিয়েছেন, শিগগির উপস্থাপকের বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি।

২০১৭ ও ২০১৮ সালে অস্কারে উপস্থাপনার দায়িত্ব পেয়েছিলেন জিমি কিমেল। তার উপস্থাপনা প্রশংসিত হয়েছে। তবে এরপর টানা তিন বছর অস্কারে কোনো উপস্থাপক রাখা হয়নি।

৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা। ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে