যোদ্ধা হয়ে সিনেমায় ফিরছি: মম

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১; সময়: ২:৫৪ অপরাহ্ণ |
খবর > বিনোদন
যোদ্ধা হয়ে সিনেমায় ফিরছি: মম

পদ্মাটাইমস ডেস্ক : লাক্স সুপারস্টার জাকিয়া বারী মম অভিনীত প্রথম সিনেমা ‘দারুচিনি দ্বীপ’। প্রথম সিনেমাতেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমাতে অভিনয় করে পেয়েছেন দর্শকের ভালোবাসা। তবে, মম অভিনীত সর্বশেষ সিনেমা তৌকির আহমেদ পরিচালিত ‘স্ফুলিংগ’। এরপর ওয়েব সিরিজ ‘মহানগর’ এবং ‘কন্ট্রাক’-এ অভিনয় করেও আলোচনায় ছিলেন তিনি।

সম্প্রতি নতুন সিনেমায় চুক্তি, মাঝখানের বিরতি এবং ওয়েব ফিল্ম নিয়ে সঙ্গে কথা বলেছেন জাকিয়া বারী মম।
কয়েক মাসের টানা বিরতি নিয়েছিলেন, বিশেষ কোনো কারণ ছিল কী?

বিশেষ কোনো কারণ ছিল না। নিজেকে সময় দিতে বিরতি নিয়েছিলাম। কিছুদিন কাজ থেকে দূরে থাকতে চেয়েছি। তবে, দারুণ সময় কাটিয়েছি। এসময় অনেক বই পড়েছি। বলতে গেলে বইয়ের মধ্যে ডুবে ছিলাম। এখনো পড়ছি। একটা অন্যরকম সুন্দর জগতের মধ্যে ছিলাম। নতুন কিছু আবিষ্কার করেছি বইয়ের মধ্যে ডুবে থেকে।

সিনেমা দিয়ে ফিরছেন, আপনার নতুন সিনেমা নিয়ে কিছু বলুন…

নতুন সিনেমার নাম ওরা ৭ জন। পরিচালনা করবেন খিজির হায়াত খান। ৭ জন বীর মুক্তিযোদ্বার একজন আমি। যোদ্ধা হয়ে সিনেমায় ফিরছি। খুব শিগগির শুটিং শুরু হবে। সিনেমা মানে এক ধরণের প্রস্তুতি তো থাকেই। আমারও প্রস্তুতি চলছে। অভিনয় শিল্পী সংঘের কার্যকরী পরিষদে টানা ২ বার আপনি নির্বাচিত হয়েছেন। সংগঠন শিল্পীদের জন্যে কতটা ভূমিকা রাখতে পেরেছে?

বেশ বড় ভূমিকা রেখেছে। অভিনয় শিল্পী সংঘ শিল্পীদের জন্যই কাজ করে। অগ্রজরা সংগঠনটি করে দিয়ে গেছেন। আমরা এটিকে সুন্দরভাবে সামনে নিয়ে যেতে চাই। ওটিটিতে ওয়েবের জোয়ার বইছে। আপনিও ‘মহানগর’ ওয়েবে অভিনয় করেছেন, কেমন লেগেছে? আশফাক নিপুনের ‘মহানগর’ বেশ আলোচিত হয়েছে। ‘মহানগর’ ২ বাংলাজুড়ে প্রশংসা পেয়েছে। এর গল্প ও নির্মাণ দুটিই ভালো ছিল। আমরা যারা কাজ করেছি তারাও মন দিয়ে অভিনয় করেছি।

সবমিলিয়ে ‘মহানগর’ দর্শকদের মন কেড়েছে। ভীষণ ভালো লেগেছে। ওটিটি প্ল্যাটফর্মকে পজিটিভলি দেখি। অনেক নতুনত্ব এসেছে ওয়েব সিরিজে। দর্শকও ভালোভাবে গ্রহণ করছেন। অনেক কাজ করার সুযোগ আছে এখানে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে