মাহফুজুর রহমানের গান কতটা সাড়া ফেললো এবার?

প্রকাশিত: জুলাই ২২, ২০২১; সময়: ২:০২ অপরাহ্ণ |
মাহফুজুর রহমানের গান কতটা সাড়া ফেললো এবার?

পদ্মাটাইমস ডেস্ক : বেশ কয়েক বছর ধরে প্রায় প্রতি বছরের ঈদেই এটিএন বাংলার ঈদ আয়োজনে গান নিয়ে হাজির হোন চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও গান নিয়ে হাজির হযেছেন তিনি। এবার তার একক সঙ্গীতানুষ্ঠানের নাম ছিলো ‘সুখে থাকো তুমি’। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হয়।

এর আগে এক মেইলবার্তায় এটিএন কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে মাহফুজুর রহমানের ভিন্ন মাত্রার গান শোনাতে আসছেন। সেটা কতটা ভিন্ন মাত্রার ছিলো তা ঈদের রাতে দেখেছেন শ্রোতারা। বরাবরের মতো ঈদে আলোচনায় থাকে এ গায়কের গান। করোকালীন ঈদে এবার আলোচনা কম হলেও তার তার গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে আলোচনা-সমোলাচনা। ফেসবুকে এবারও তার গান নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। হচ্ছে ট্রোল।

এবারের অনুষ্ঠানে মোট ১০টি গান শুনিয়েছেন মাহফুজুর রহমান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

গানের প্রতি তার দুর্বলতা থেকেই প্রতি বছর ঈদ আয়োজনে গান নিয়ে হাজির হোন মাহফুজুর রহমান। সেটা প্রথম শুরু হয় ২০১৬ সালের কোরবানি ঈদে। সে বছর গায়ক হিসেবে হাজির হয়ে হৈ চৈ ফেলে দেন তিনি। হাট, ঘাট, মাঠ, সর্বত্রই ছিলো মাহফুজুর রহমানকে নিয়ে আলোচনা। ১০টি গান নিয়ে তার একক সংগীতানুষ্ঠানটি সেই ঈদের সবেচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান দখল করে নেয়। সেই শুরু, এখনো গান করছেন মাহফুজুর রহমান। তার বেসুরো গায়কী নিয়ে অনেক সমালোচনা ও বিতর্ক চললেও দমে যাননি তিনি। গান করে চলেছেন নিয়মিতভাবেই।

  • 113
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে