‘তেলেগু ছবির নায়িকা’ মেঘলা এবার দেশের সিনেমায়

প্রকাশিত: জুন ১৫, ২০২১; সময়: ৯:৫১ পূর্বাহ্ণ |
‘তেলেগু ছবির নায়িকা’ মেঘলা এবার দেশের সিনেমায়

পদ্মাটাইমস ডেস্ক : ঠিক দুই বছর আগে তেলেগু সিনেমার নায়িকা হয়ে চমকে দিয়েছিলেন বাংলাদেশের মেঘলা মুক্তা। তার অভিনীত তেলেগু সিনেমা ‘সাকালাকালা ভাল্লাবুডু’ ২০১৯ সালের ভারতের দেড়শ সিনেমা হলে মুক্তি পেয়েছিল। সিনেমাটি সেই সময়ে বেশ আলোড়নও তোলে। এখন পর্যন্ত তিনটি তেলেগু সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত কিছু সিনেমায় দেখা গেলেও নিজ দেশে নায়িকা হিসেবে এবার প্রথম অভিষেক হতে যাচ্ছে মেঘলা মুক্তার।

এরিমধ্যে দুটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পায়ের ছাপ’ ছবির শুটিং শেষ করেছেন। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। আরেকটি সিনেমার নাম হলো ‘পাঞ্চ’। করোনাভাইরাস সংক্রমণের কারণে ছবিটির শুটিং বর্তমানে বন্ধ আছে। আজ বুধবার বিকালে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে মেঘলা মুক্তা বলেন, ‘আমার ইচ্ছে ছিল নিজ দেশের সিনেমায় কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পেলে অভিনয় করব। পায়ের ছাপ সিনেমা দিয়েই নায়িকা হিসেবে প্রথম যাত্রা হচ্ছে। আমার জীবনের সঙ্গে চরিত্রটির অনেক মিল আছে।’

‘ছবিতে একা একটি মেয়ের জীবন চলার পথের সংগ্রাম, বেঁচে থাকা উঠে এসেছে। খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র। চরিত্রটি অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে’, যোগ করেন তিনি। পায়ের ছাপ সিনেমার সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। এতে আরও অভিনয় করেছেন মায়মুনা ইসলাম মেধা, প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, মোমেনা চৌধুরী, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, সাহানা সুমি, মৌসুমী ও নরেশ ভুঁইয়া প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে