করোনায় প্রাণ গেল বলিউড অভিনেতার

প্রকাশিত: মে ১, ২০২১; সময়: ১:০৩ অপরাহ্ণ |
খবর > বিনোদন
করোনায় প্রাণ গেল বলিউড অভিনেতার

পদ্মাটাইমস ডেস্ক : করোনার দ্বিতীয় তরঙ্গ বিনোদন অঙ্গনের বহু মানুষের প্রাণ কেড়েছে। এবার করোনা কেড়ে নিল আরও এক তারকার প্রাণ। ৫২ বছর বয়সে মারা গেলেন হিন্দি সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় মুখ বিক্রমজিৎ কনওয়ারপাল।

হিন্দুস্তান টাইমস ও বলিউড বাবলের খবর, হিন্দি সিনেমা ও সিরিয়ালের অতি পরিচিত মুখ ছিলেন বিক্রমজিৎ কনওয়ারপাল। অবসরপ্রাপ্ত সেনা অফিসার ছিলেন তিনি। বহু চলচ্চিত্র ও টেলিভিশন সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। শুক্রবার করোনা সংক্রমণের কারণে মৃত্যু হয় এই অভিনেতার।

পরিচালক অশোক পণ্ডিত এক টুইট বার্তায় লিখেছেন, ‘অভিনেতা মেজর বিক্রমজিৎ কনওয়ারপালের মৃত্যুর খবর পেলাম আজ সকালে। খুবই খারাপ লাগছে। একজন অবসরপ্রাপ্ত এই সেনা অফিসার কাজ করেছেন বহু হিন্দি সিনেমা ও সিরিয়ালে। তাঁর পরিবার ও নিকট আত্মীয়দের জন্য গভীর সমবেদনা।’

বিক্রমজিতের জন্ম ভারতের হিমাচল প্রদেশে। ২০০২ সালে সেনাবাহিনী থেকে মেজর হিসেবে অবসর গ্রহণ করেন। শৈশবে স্বপ্ন ছিল অভিনেতা হবেন। ২০০৩ সালে বলিউডে কাজ শুরু করেন। তারপর থেকে বহু ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন। ‘স্পেশ্যাল ওপিএস’, ‘ইলিগ্যাল জাস্টিস’, ‘আউট অব অর্ডার’-এর মতো সিরিজে কাজ করেছিলেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে