‘পার্টনার’ নাটকের দৃশ্য‘পার্টনার’ নাটকের দৃশ্য

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২০; সময়: ১:১২ অপরাহ্ণ |
খবর > বিনোদন
‘পার্টনার’ নাটকের দৃশ্য‘পার্টনার’ নাটকের দৃশ্য

পদ্মাটাইমস ডেস্ক : জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবীন। দু’জনে এবার হাজির হচ্ছেন ‘পার্টনার’ হিসেবে। তবে কোনও ব্যবসায়িক পার্টনার নয়, লাইফ পার্টনার! বাস্তবে নয়, নাটকে। অপূর্ব-মেহজাবীনের এক নতুন ধারার গল্প উঠে আসবে সদ্য নির্মিত ‘পার্টনার’-এর মাধ্যমে। আরিফুল ইসলাম পাঠকের চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি।

এর গল্পে দেখা যাবে, অপূর্ব ও মেহজাবীন একই মহল্লার বাসিন্দা। যদিও সড়কে তাদের পরিচয় ঘটে ভয়ংকর তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। নাটকের প্রায় পুরোটা জুড়েই চলতে থাকে সেই তিক্ততার রেশ। কাজটি প্রসঙ্গে অপূর্বের ভাষ্য, ‘গল্পটি বেশ মজার। চূড়ান্ত তিক্ত অভিজ্ঞতার মধ্যদিয়ে দুজন মানুষের চরম মিষ্টি সম্পর্কে পৌঁছানোর গল্প এটি। দর্শকরা আনন্দ পাবেন।’

‘পার্টনার’-এর প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আগামী ১১ ডিসেম্বর নাটকটি উন্মুক্ত হবে আরটিভি’র পর্দায় এবং সিএমভি’র ইউটিউব চ্যানেলে।‘পার্টনার’ নাটকের দৃশ্য‘পার্টনার’ নাটকের দৃশ্য
জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবীন। দু’জনে এবার হাজির হচ্ছেন ‘পার্টনার’ হিসেবে। তবে কোনও ব্যবসায়িক পার্টনার নয়, লাইফ পার্টনার! বাস্তবে নয়, নাটকে। অপূর্ব-মেহজাবীনের এক নতুন ধারার গল্প উঠে আসবে সদ্য নির্মিত ‘পার্টনার’-এর মাধ্যমে।

আরিফুল ইসলাম পাঠকের চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি। এর গল্পে দেখা যাবে, অপূর্ব ও মেহজাবীন একই মহল্লার বাসিন্দা। যদিও সড়কে তাদের পরিচয় ঘটে ভয়ংকর তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। নাটকের প্রায় পুরোটা জুড়েই চলতে থাকে সেই তিক্ততার রেশ।

কাজটি প্রসঙ্গে অপূর্বের ভাষ্য, ‘গল্পটি বেশ মজার। চূড়ান্ত তিক্ত অভিজ্ঞতার মধ্যদিয়ে দুজন মানুষের চরম মিষ্টি সম্পর্কে পৌঁছানোর গল্প এটি। দর্শকরা আনন্দ পাবেন।’ ‘পার্টনার’-এর প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আগামী ১১ ডিসেম্বর নাটকটি উন্মুক্ত হবে আরটিভি’র পর্দায় এবং সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে