পলাশের প্রামাণ্য চলচিত্রে প্লে-ব্যাক করলেন চ্যানেল আই সেরা কন্ঠ তারকা রুমানা ইতি

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২০; সময়: ৭:৫৯ অপরাহ্ণ |
খবর > বিনোদন
পলাশের প্রামাণ্য চলচিত্রে প্লে-ব্যাক করলেন চ্যানেল আই সেরা কন্ঠ তারকা রুমানা ইতি

পদ্মাটাইমস ডেস্ক : মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করতে তরুণ চলচিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মাণ করেছেন প্রামাণ্য চলচিত্র এগিয়ে চলি বিজয়ের চেতনায়। এ প্রামাণ্য চলচিত্রটিতে প্লে-ব্যাক করলেন সময়ের আলোচিত কন্ঠশিল্পী চ্যানেল আই সেরা কন্ঠ তারকা রুমানা ইতি। জন্মভূমি শীর্ষক এ গানটি লিখেছেন বরেণ্য গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ। গত ৬ অক্টোবর রাজধানীর ইস্কাটনে স্টুডিও স্বপ্নতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। প্রামাণ্য চলচিত্রে ধারাবর্ণনায় কন্ঠ দিয়েছেন সঙ্গীতা চৌধুরী।

বাঙালি জাতির এ যাবত কালের শ্রেষ্ঠ অর্জন একাত্তরের মুক্তিযুদ্ধ ও বিজয়। বাঙালি বিজয় অর্জন করেছে প্রায় পঞ্চাশ বছর আগে। মুক্তিযুদ্ধের চেতনার সোনার বাংলা গড়ার সংগ্রাম চলমান। এ সংগ্রামে বাঙালির বিজয় এগিয়ে নিতে নতুন প্রজন্মের মাঝে বিজয়ের চেতনার জাগরণ ঘটাতেই প্রামাণ্য চলচিত্র এগিয়ে চলি বিজয়ের চেতনায় নির্মাণ করা হয়েছে বলে জানালেন তরুণ চলচিত্র নির্মাতা প্রাচ্য পলাশ।

ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রামাণ্য চলচিত্র এগিয়ে চলি বিজয়ের চেতনায় এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। প্রামাণ্য চলচিত্রে দুই সহস্রাধিক জাতীয় পতাকা শোভিত বিজয় র‌্যালি, দেয়ালিকা উৎসব, ক্ষুদে লিখিয়ে কর্মশালা ও মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত বিভিন্ন মিনার উঠে এসেছে।

বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আসন্ন ডিসম্বরে প্রামাণ্য চলচিত্র এগিয়ে চলি বিজয়ের চেতনায় মুক্তি পাবে।

 

  • 143
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে