চিত্রপরিচালক আজিজুর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২০; সময়: ৪:২৬ অপরাহ্ণ |
খবর > বিনোদন
চিত্রপরিচালক আজিজুর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার সান্তাহারে চিত্রপরিচালক ও প্রযোজক আজিজুর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার ১০ অক্টোবর বেলা ১১টায় সান্তাহার আয়েজপ্লাজায় ডরিমন ক্যাফে রেস্টুরেন্টে নাট্য শিল্পী পরিষদের আয়োজনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

নাট্য শিল্পী পরিষদের সভাপতি গোলাম আম্বিয়ার সভাপতিত্বে ও মুনছুর আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক করতোয়া প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, সান্তাহার পৌর বিএনপির যুগ্মআহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, আজিজুর রহমানের ছোট ভাই মশিউর রহামান মাসুদ প্রমূখ।

বক্তারা আজিজুর রহমানের জীবনের বিষদ আলোচনা করতে গিয়ে বলেন, ‘ছুটির ঘণ্টা’ খ্যাত নন্দিত নির্মাতা-প্রযোজক আজিজুর রহমান সান্তাহার পৌর শহরের কলসা সাতাঁহার মহল্লায় ১৯৩৯ সালের (১০ অক্টোবর) জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশন উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও ঢাকা সিটি নাইট কলেজে এইচএসসি এবং চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেন। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে যুক্ত হন। ছুটির ঘন্টা, মাটির ঘর, জনতা এক্সপ্রেস ও অশিক্ষিত’সহ তিনি ৬০টিরও বেশি ছবি পরিচালনা করেন। আলোচনা শেষে কেক কাটেন অতিথিরা।

  • 57
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে