টিকটক অপুর রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

প্রকাশিত: আগস্ট ৪, ২০২০; সময়: ৫:২৭ অপরাহ্ণ |
খবর > বিনোদন
টিকটক অপুর রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর উত্তরায় পথচারীকে মারধরের মামলায় গ্রেপ্তার টিকটক ভিডিও নির্মাতা অপুর রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, উত্তরার সেক্টর-৬ থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। হামলার শিকার রবিন জানায়, তিনি ও তার বন্ধুরা উত্তরার ৮ নম্বর সেক্টরের পাবলিক কলেজের সামনে আড্ডা দিচ্ছিলেন। সেখানে অপু ৬০ থেকে ৭০ জন বিভিন্ন বয়সের কিশোর নিয়ে লাইকি ও টিকটক ভিডিও বানাচ্ছিল। সেখানেই বসে চিৎকার-চেঁচামেচি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল তারা।

এসময় প্রাইভেট কার নিয়ে গলি থেকে বের হওয়ার সময় রাস্তা বন্ধ দেখে গাড়ির হর্ন বাজান রবিন। সরে যেতে বলেন তাদের। এতেই ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে রবিনের উপরে হামলা চালায় অপু। হামলায় রবিনের মাথা ফেটে যায়। এই ঘটনায় উত্তরার পূর্ব থানায় দায়ের করা মামলায় গ্রেফতার হয় অপু।

  • 57
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে