স্বজনপ্রীতি নিয়ে কারিনার বক্তব্য

প্রকাশিত: আগস্ট ৪, ২০২০; সময়: ৪:৪৮ অপরাহ্ণ |
খবর > বিনোদন
স্বজনপ্রীতি নিয়ে কারিনার বক্তব্য

পদ্মাটাইমস ডেস্ক : অভিনেত্রী কারিনা কাপুর। বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের চতুর্থ প্রজন্ম তিনি। দুই দশকের বেশি সময় ধরে সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী। এদিকে বেশ কিছুদিন ধরে বলিউডে স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব ইত্যাদি বিষয় নিয়ে বিতর্ক চলছে। বিশেষ করে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এরপর থেকেই তোপের মুখে রয়েছেন বলিউডের তারকা সন্তানরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নানাভাবে বিদ্রূপ করা হচ্ছে।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেন, ‘স্বজনপ্রীতি দিয়ে ২১ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করা যায় না। সম্ভব নয়। আমি তারকা সন্তানদের এমন লম্বা তালিকা দিতে পারব যারা টিকতে পারেননি। টিকে থাকতে কঠোর পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে হবে।’

অভিনয় ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলার সুযোগ বংশ পরিক্রমায় পাননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী। কারিনা বলেন, ‘শুনতে অদ্ভুত লাগলেও আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। যারা ১০ রুপি পকেটে নিয়ে ট্রেনে চড়ে এসেছেন তাদের মতো আকর্ষণীয় কিছু না হলেও স্ট্রাগল ছিল। হ্যাঁ, বলার মতো হয়তো তেমন কিছু নেই। এ নিয়ে আমি কোনো কৈফিয়তও দিতে রাজি নই।’

কারিনা জানান, অক্ষয় কুমার ও শাহরুখ খানদের ইন্ডাস্ট্রিতে কেউ ছিল না। কিন্তু তারা নিজেদের তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কারণ দর্শকরা তাদের গ্রহণ করেছেন। এই অভিনেত্রী মনে করেন, তারকা নির্ধারণের কাজটা দর্শকের ওপরই নির্ভর করে।

তিনি বলেন, ‘দর্শকরাই আমাদের তৈরি করে, অন্য কেউ নয়। এই মানুষগুলোই এখন আমাদের দিকে আঙুল তুলছে, কিন্তু স্বজনপ্রীতির মাধ্যমে যারা আসে তাদের তারকা দর্শকরাই বানায়। আপনারাই তো সিনেমা দেখতে যান তাই না? প্রয়োজনে যাবেন না। আপনাদের কেউ জোর করছে না। ব্যাপারটি বুঝতে পারি না। আমার কাছে পুরো আলোচনাটাই অদ্ভুত মনে হয়।’

তারকা সন্তানরাও অন্যদের মতো কঠোর পরিশ্রম করে জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘বর্তমান সময়ে যাদের তারকা মনে করা হয়, অক্ষয় কুমার, শাহরুখ খান, আয়ুষ্মান খুরানা অথবা রাজকুমার রাও— সকলেই বহিরাগত। তারা সফল কারণ তারা কঠোর পরিশ্রম করেছেন। আলিয়া ভাট হোক অথবা কারিনা কাপুর, আমাদেরও কঠোর পরিশ্রম করতে হয়। আপনারা আমাদের সিনেমা দেখেন এবং উপভোগ করেন। তাই আমাদের উত্থান-পতন সবকিছুই নির্ভর করে দর্শকের ওপর।’

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে