উপস্থাপনায় তামান্না, প্রতি পর্বের পারিশ্রমিক ৮ লাখ রুপি

প্রকাশিত: জুলাই ৩, ২০২০; সময়: ১০:৩৭ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
উপস্থাপনায় তামান্না, প্রতি পর্বের পারিশ্রমিক ৮ লাখ রুপি

পদ্মাটাইমস ডেস্ক : ‘আহা’ নামে একটি টকশো উপস্থাপনা করতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া। আল্লু অরবিন্দুর ওটিটি প্ল্যাটফর্মে প্রচার হবে এই অনুষ্ঠানটি। ওই শো উপস্থাপনার জন্য প্রতি পর্বে ৮ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন তামান্না।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই শোয়ের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লু অর্জুন ও রাম চরণ। খুব শিগগির এই এপিসোডের শুটিং শুরু হবে। প্রতি পর্বের জন্য ৮ লাখ রুপি পারিশ্রমিক নেবেন তামান্না।

‘আহা’ টকশো’র প্রতি এপিসোড যদি প্রতিদিন শুটিং করেন, তবে ৩০ দিনে তার পারিশ্রমিক দাঁড়ায় ২ কোটি ৪০ লাখ রুপি। সে অর্থে এই টকশো করে সিনেমার চেয়ে বেশি পারিশ্রমিক পাবেন তামান্না।

করোনার আগে মুক্তি প্রাপ্ত মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নীকেবারু’ সিনেমার একটি আইটেম গানে নাচতে দেখা গেছে তামান্নাকে। এছাড়া হিন্দি ‘বোল চুড়িয়া’ এবং তেলেগু ভাষার ‘সীটিমার’ সিনেমায় কাজ করছেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে