আর্থিক সংকট মেটাতে কী করছেন ভাবনা?

প্রকাশিত: মে ২২, ২০২০; সময়: ১২:৫১ অপরাহ্ণ |
খবর > বিনোদন
আর্থিক সংকট মেটাতে কী করছেন ভাবনা?

পদ্মাটাইমস ডেস্ক : করোনা দুর্যোগের প্রায় দুই মাস ধরে কাজ না থাকায় অনেকেই সংকটে পড়েছেন। এ তালিকায় শোবিজের মানুষেরাও রয়েছে। তাদেরই একজন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

মধ্যবিত্ত পরিবারের এ অভিনেত্রী নিজের উপার্জিত টাকা নিজের জীবনযাপনে ব্যয় করেন। অভিনয়ের পাশাপাশি একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও তিনি। সেখানকার পড়ালেখার খরচটাও নিজেই বহন করেন।

করোনার বিশেষ পরিস্থিতির কারণে আপাতত কাজ বন্ধ থাকায় উপার্জন নেই। তাই আর্থিক সংকট মোকাবেলায় বিকল্প উপায়ে অর্থ অর্জনের চেষ্টা করছেন ভাবনা।

ভাবনা বলেন, কাজ থাকলে তো আর্থিক সংকট হতো না। অল্পদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি দিতে হবে। কারণ তারা অনলাইনের মাধ্যমে ক্লাস ও পরীক্ষা নিয়েছে। যেহেতু অভিনয় অঙ্গনে কাজ নেই তাই এখন বাসায় বসে ছবি আঁকছি। এই ছবিগুলো বিক্রি করে করোনায় অসহায়দের মধ্যে ত্রাণ দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছি।

করোনার বিশেষ পরিস্থিতির মধ্যেও নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন ভাবনা। স্বাভাবিক দিনের অপেক্ষায় রয়েছেন তিনি। তখন আবার বেশি বেশি কাজ করে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবেন বলে জানান।

এদিকে করোনার এমন পরিস্থিতির আগেই কয়েকটি নাটকে কাজ করেছিলেন এ অভিনেত্রী। নাটকগুলো এবারের ঈদের অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে