ধর্ষণের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ অভিনেত্রীর

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০; সময়: ৪:৪৮ অপরাহ্ণ |
খবর > বিনোদন
ধর্ষণের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ অভিনেত্রীর

পদ্মাটাইমস ডেস্ক : ধর্ষণের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করে আলোচনায় এসেছেন এক বলিউড অভিনেত্রী। ওই অভিনেত্রীর নাম বিদিতা বাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এ নিয়ে একটি পোস্ট করেন তিনি।

এতে দেখা যায়, ছেঁড়া জামাকাপড়। মুখ, বুক-সহ সারা শরীরে আঁচড়ের দাগ। যেন কেউ ছিড়ে দিয়েছে। রক্তাক্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অসহায় একটি মেয়ে।

অভিনেত্রী বিদিতা বাগের ঠিক এরকমই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিশেষ ফোটোশুটে এক ধর্ষিত নারীর মেকআপে দেখা গেছে তাকে। বিদিতা তার এই প্রতিবাদী পোস্টটিতে মনে করিয়ে দেয়, একজন নারীর অনুমতিই শেষ কথা! বিদিতার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টটি অত্যন্ত সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।

ভারত তথা পৃথিবীর কোনও মেয়ের সঙ্গে ধর্ষণের মতো এমন অঘটন না ঘটে, সেই বার্তা দিয়েই অভিনেত্রী বিদিতার এমন উদ্যোগ।

একটি বিশেষ ফোটোশ্যুটে, প্রস্থেটিক মেকআপ ব্যবহার করে তিনি ধর্ষিত নারীর প্রতীককে তুলে ধরে নতুন দশকে যেন পুরুষ নারীর অনুমতিকে মর্যাদা দেয়, এমন আহ্বান জানিয়েছেন বিদিতা।

উল্লেখ্য, বিগত দশকে ভারতে গণধর্ষণের সংখ্যা বেড়েছে শুধু তাই নয় তা নৃশংস পর্যায়ে গিয়েছে। আবার ধর্ষণের কারণ হিসেবে সমাজের একাংশ কখনও নারীর পোশাক, কখনও তার চরিত্রের দিকে আঙুল তুলেছে। আবার এই জাতীয় মানসিকতারও প্রতিবাদও করেছেন নাগরিকরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে