সুশান্তের বাড়িতে নির্মিত হবে জাদুঘর

প্রকাশিত: জুন ২৮, ২০২০; সময়: ৪:০২ অপরাহ্ণ |
খবর > বিনোদন
সুশান্তের বাড়িতে নির্মিত হবে জাদুঘর

পদ্মাটাইমস ডেস্ক : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রতি সম্মান জানিয়ে তার পরিবার একটি ফাউন্ডেশন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। তারা এর নাম রেখেছে ‘সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশন’ (এসএসআরএফ)। চলচ্চিত্র, খেলাধুলা ও বিজ্ঞানে উচ্চাকাঙ্ক্ষী তরুণ প্রতিভাবানদের সহায়তা করাই হবে ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। এ ছাড়া বিহারের পাটনায় রাজীবনগরে তার শৈশবের বাড়ি রূপান্তর করা হবে স্মৃতি সংগ্রহশালায়।

এক বিবৃতিতে পরিকল্পনার কথা জানিয়েছে সুশান্তের পরিবার। এতে বলা হয়েছে, বিহারের পাটনায় রাজীবনগরে সুশান্তের শৈশবের বাড়ি রূপান্তর করা হবে স্মৃতি সংগ্রহশালায়। এখানে থাকবে প্রয়াত এ অভিনেতার টেলিস্কোপ ও প্রিয় গ্রন্থ। কবিতা, জ্যোতির্বিদ্যা চর্চা ও গিটার বাজাতে ভালোবাসতেন তিনি। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য এসব ব্যক্তিগত জিনিসপত্রও রাখা হবে সংগ্রহশালায়।

সুশান্তের স্মৃতি অমর করে রাখতে তার ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুক পেজ চালু রাখবে পরিবার। ছবি ও ভিডিও শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তার ফলোয়ার ৫০ লাখ ছাড়িয়েছে।

এদিকে, সুশান্তের চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে– গত ১৪ জুন মুম্বাইয়ে বান্দ্রার কার্টার রোডে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন তিনি।

  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে