নওগাঁর ১৩ ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়, নৌকা ৯

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১; সময়: ৩:৫৭ অপরাহ্ণ |
নওগাঁর ১৩ ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়, নৌকা ৯

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : তৃতীয়ধাপে নওগাঁর মান্দা ও বদলগাছী উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৯ এবং স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ১৩ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার রাত ১০টার দিকে নওগাঁ জেলার মান্দা উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ ও বদলগাছী উপজেলা নির্বাচন অফিসার মোহা. সেজারুদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে চারজন বিজয়ী হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহীসহ ১০ স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে জয় পেয়েছেন।

নির্বাচিতরা হলেন, ভারশোঁ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান সুমন (নৌকা), পরানপুর ইউনিয়নে মাহফুজুর রহমান উজ্জল (নৌকা), কসব ইউনিয়নে ফজলুর রহমান (নৌকা) এবং মান্দা সদর ইউনিয়নে তোফাজ্জল হোসেন তোফা (নৌকা)।

এছাড়া কাঁশোপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম (আওয়ামী লীগের বিদ্রোহী) ও বিষ্ণপুর ইউনিয়নে এসএম গোলাম আজম (আওয়ামী লীগের বিদ্রোহী),গণেশপুর ইউনিয়নে শফিকুল ইসলাম বাবুল চৌধুরী (স্বতন্ত্র), প্রসাদপুর ইউনিয়নে আব্দুল মতিন (স্বতন্ত্র), কুসুম্বা ইউনিয়নে নওফেল আলী (স্বতন্ত্র)।

অপরদিকে, কালিকাপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম বাবু (স্বতন্ত্র), নুরুল্যাবাদ ইউনিয়নে ইয়াছিন আলী প্রামাণিক (স্বতন্ত্র), ভালাইন ইউনিয়নে গোলাম মোস্তফা মণ্ডল (স্বতন্ত্র), তেঁতুলিয়া ইউনিয়নে এসএম মখলেছুর রহমান কামরুল (স্বতন্ত্র) ও মৈনম ইউনিয়নে আনিসুর রহমান (স্বতন্ত্র)।

অপরদিকে, বদলগাছী উপজেলার আট ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে পাঁচ এবং আওয়ামী লীগের বিদ্রোহী একজনসহ ৩ স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন, বদলগাছী সদর ইউনিয়নে আনোয়ার হোসেন, কোলা ইউনিয়নে শাহীনুর ইসলাম স্বপন, পাহাড়পুর ইউনিয়নে মিজানুর রহমান কিশোর, মিঠাপুর ইউনিয়নে ফিরোজ হোসেন এবং মথুরাপুর ইউনিয়নে মাসুদ রানা।

এছাড়াও আধাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একেএম রেজাউল কবীর পল্টন, বালুভরা ইউনিয়নে আল এমরান হোসেন (স্বতন্ত্র) বিলাশবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান কেটু (স্বতন্ত্র)।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে