দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১; সময়: ১:০৯ অপরাহ্ণ |
দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান

পদ্মাটাইমস ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি নির্বাচিত হন।

নজরুল ইসলাম রিতু তার নির্বাচনী প্রতীক আনারস নিয়ে ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ-৬-এর চেয়ারম্যান নির্বাচিত হন। ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

প্রিজাইডিং অফিসার আরও জানান, রিতু ৯ হাজার ৫৬৯ ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম সানা পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।

এর আগে ১৩ নভেম্বর খুলনা জেলার মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ-৬ থেকে প্রথম ট্রান্স জেন্ডার শাহিদা বেগম ইউপি সদস্য নির্বাচিত হন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে