তৃতীয় দফায় রাজশাহীর ১৩ ইউপিতে ভোট

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১; সময়: ৩:৪৭ অপরাহ্ণ |
তৃতীয় দফায় রাজশাহীর ১৩ ইউপিতে ভোট

নিজস্ব প্রতিবেদক : চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ১ হাজার ৭ ইউপিতে নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

নতুন ঘোষিত তফসিলে রাজশাহীর দুইটি উপজেলার ১৩টি ইউনিয়ন রয়েছে। দুই উপজেলা হলো- পবা ও মোহনপুর।

ইউনিয়ন গুলো হলো- পবা উপজেলার দর্শনপাড়া, হুজুরীপাড়া, হড়গ্রাম, হরিপুর, দামকুড়া, পারিলা ও বড়গাছি।

অপরদিকে, মোহনপুর উপজেলার রয়েছে, ধুরইল, ঘাসিগ্রাম, রায়ঘাটি, মৌগাছি, বাকশিমইল ও জাহানাবাদ।

এর আগে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার ১৬টি ইউনিয়নের তফসিল ঘোষণা হয়। আগামী ১১ নভেম্বর এই ইউনিয়নগুলোতে ভোট গ্রহন করা হবে।

সংবাদ সম্মেলনে ইসি সচিব আরও জানান, এ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং ভোট ২৮ নভেম্বর।

প্রথম ধাপে গত ২১ জুন ২০৪টি ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর।

দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপি নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে