ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: মার্চ ৩, ২০২১; সময়: ১১:৪২ অপরাহ্ণ |
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

পদ্মাটাইমস ডেস্ক : আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হবে। ওই দিন ষষ্ঠ ধাপে ১১টি পৌরসভারও ভোট হবে। বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভার বৈঠক শেষে ইসি সচিব এ তথ্য জানান।

ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন হবে দলীয় প্রতীকে। ইতোমধ্যেই এই নির্বাচন বর্জন করার কথা জানিয়েছে বিএনপি।

প্রথম ধাপে ভোট হবে কক্সবাজার, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, সুনামগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বরিশাল, সাতক্ষীরা, পটুয়াখালী ও রংপুর জেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়পত্র বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। প্রথম ধাপে ৩০টি ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট হবে। বাকিগুলোয় ব্যালট পেপারে হবে।

একই তফসিলে ১১টি পৌরসভায় ভোট হবে ইভিএমে। দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। সর্বশেষ ২০১৬ সালের ২২ মার্চ থেকে জুনের মধ্যে ছয় ধাপে ইউপি ভোট হয়।

  • 275
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে