বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার আছে: সিইসি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২০; সময়: ১:৩০ অপরাহ্ণ |
বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার আছে: সিইসি

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকার শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ভোটদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। রাজধানীর উত্তরার আই ই এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর একথা বলেন তিনি।

কে এম নুরুল হুদা বলেন, বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকারও শেখার আছে। সেখানে তারা ৪ থেকে ৫ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না। বাংলাদেশ আমরা ইভিএমের মাধ্যমে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভোট গণনা শেষ করতে পারি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি’র অভিযোগ ভিত্তিহীন জানিয়ে তিনি বলেন, আমি সকাল থেকে প্রিজাইডিং অফিসার এবং কন্ট্রোল রুম এর মাধ্যমে খোঁজখবর নিয়েছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা নির্বাচন পরিপন্থী কোনো ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।

চলতি বছরের ঢাকা-১৮ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহেরা খাতুন এবং সিরাজগঞ্জ-১ আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা যাওয়ার পরে এই দুটি আসনে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব রহমান, বিএনপি’র এস এম জাহাঙ্গীর হোসেন, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহিবুল্লা বাহার।

এদিকে সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপি’র প্রার্থী সেলিম রেজা। কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-১ আসন গঠিত। এখানে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৬৮টি।

  • 65
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে