উপজেলা, পৌরসভা, ইউপিতে প্রথম ধাপের ভোট শনিবার

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২০; সময়: ২:৪৯ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : আগামীকাল শনিবার সারাদেশে অনেকগুলো উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে প্রথম ধাপের সাধারণ ও উপ-নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ডেও উপ-নির্বাচন হবে।

শনিবার উপজেলা চেয়ারম্যান পদে ভোট হবে নিচরভদ্রাসন, ফরিদপুর ও গোয়ালন্দ, রাজবাড়ীতে। পৌরসভার সাধারণ নির্বাচন হবে চাঁদপুর ও কালাইয়ে এবং মেয়র পদে নির্বাচন হবে সুনামগঞ্জ, ঝিনাইদহ, মাদারীপুর, হবিগঞ্জ ও যশোরে।

ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন হবে- চুয়াডাংগার দামুরহুদা উপজেলার নতিপোতা ও নাটুসহ ইউনিয়নে। এছাড়া ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদসহ বিভন্ন পদে মোট ৭১টি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে অক্টোবরে দুই ধাপে সিটি, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ উপনির্বাচন ও সাধারণ নির্বাচনের জন্য আলদা আলাদা তফসিলও ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, প্রথম ধাপে আগামীকাল শনিবার (১০ অক্টোবর) পাঁচ পৌরসভায় উপনির্বাচন, ঢাকা দক্ষিণ সিটির একটি ওয়ার্ডে ও দুই ইউপির সাধারণ নির্বাচন হবে। এ ছাড়া স্থগিত দুই উপজেলার চেয়ারম্যান পদে, জেলা পরিষদের এক ওয়ার্ডে ও স্থগিত ইউপির ৭১ শূন্য পদে উপনির্বাচনও হবে। স্থানীয় সরকারের মোট ৮২ প্রতিষ্ঠানে ওইদিন নির্বাচন হবে। তবে স্থগিত নির্বাচনগুলো যে পর্যায় হতে স্থগিত হয়েছিল, সেই পর্যায় থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

সূত্র আরও জানায়, দ্বিতীয় ধাপে আগামী ২০ অক্টোবর এক উপজেলা, ১৫ ইউপিতে সাধারণ নির্বাচন এবং ১৩ জেলা পরিষদ ও ২৩৪ ইউপিতে উপ-নির্বাচন হবে। স্থানীয় সরকারের মোট ২৬৩ প্রতিষ্ঠানে নির্বাচন হবে ওইদিন। তবে শুধু জেলা পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আর অন্যান্য নির্বাচন হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

  • 65
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে