হঠাৎ জরুরি বৈঠকে নির্বাচন কমিশন

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০; সময়: ৭:৩১ অপরাহ্ণ |
হঠাৎ জরুরি বৈঠকে নির্বাচন কমিশন

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে হঠাৎ জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার বিকেল সোয়া ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পিএস একেএম মাজহারুল ইসলাম। তিনি বলেন, এটা পূর্ব নির্ধারিত ছিল না। কমিশনাররা বিকেলে আলোচনায় বসবেন।

ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে আসার জন্য বলা হয়েছে।

উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেছেন, হঠাৎ জরুরি বৈঠক ডাকা হয়েছে। আমাদের থাকতে বলা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ও ইসি কমিশনাররা বৈঠক করছেন। এ ছাড়া বৈঠকে উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা।

তবে কী কারণে এই জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন তার সুনির্দিষ্ট কোনো কিছু জানা যায়নি।

এর আগে সকালে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ আগানো বা পেছানো সম্ভব কিনা- তা কমিশন বসে সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, সরস্বতী পূজার জন্য ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন করছেন পূজার্থীরা।

আমরণ অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একটি গ্রুপ। দ্বিতীয় দিনের মতো অনশন পালনের সময় শুক্রবার (১৭ জানুয়ারি) ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

তারা হলেন-ঢাবি জগন্নাথ হল ইউনিয়নের সহ-সভাপতি উৎপল বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজল দাস, সমাজ কল্যাণ সম্পাদক প্রদীপ দাস, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজের অপূর্ব চক্রবর্তী, সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অর্ক সাহা, ভবদেশ চন্দ্র রায় এবং জয়ন্ত বণীক, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্টের সবুজ কুমার, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজের সুকেশ দেবনাথ এবং ইসলামের ইতিহাস বিভাগের রবিউল আওয়াল রবি।

তাদের মধ্যে মারাত্মক অসুস্থ অবস্থায় অপূর্ব, অর্ক ও প্রদীপকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে