মুনাফা বেড়েছে ঢাকা ব্যাংকের

প্রকাশিত: মে ১৬, ২০২২; সময়: ১১:২২ পূর্বাহ্ণ |
মুনাফা বেড়েছে ঢাকা ব্যাংকের

পদ্মাটাইমস ডেস্ক : চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে আগের বছরের একই সময়ের চেয়ে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৭ পয়সা।

সোমবার (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ২০২২ সালের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, ২০২১ সালের একই সময়ে যা ছিল ৬৬ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে ৭ পয়সা বেড়েছে। একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৮১ পয়সা।

এর আগের কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। সেই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২ টাকা ২৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুন। সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে