রাজশাহীতে ইটের বিকল্প কনক্রিট ব্লক তৈরীর কারখানা চালু

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২; সময়: ৬:৫৩ অপরাহ্ণ |
রাজশাহীতে ইটের বিকল্প কনক্রিট ব্লক তৈরীর কারখানা চালু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ইটের বিকল্প পরিবেশ বান্ধব গৃহ নির্মান উপকরণ ও টেকসই ভবন নির্মান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সাকালে ১০ টার দিকে আনাম ইকো ব্লক বিল্ড কম্পানির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হাউজিং এ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়ার রিসার্চ অফিসার আহসান হাবিব। সভাপতিত্ব করেন আনাম ইকো ব্লক ডিল্ড কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জি মশিউল আলম। এছাড়াও সভায় স্থানিয় এলাকাবাসীসহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আনাম ইকো ব্লক ডিল্ড কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জি মশিউল আলম জানান, ইটের বিকল্প হিসাবে এ প্রথম কনক্রিট ব্লক তৈরীর কারখানা আমরা রাজশাহীর দামকুড়া এলাকায় করেছি। ইটের বিকল্প হিসাবে এ কনক্রিট ব্লক তৈরী কাজ শুরু করেছি আমরা।

তিনি আরো বলেন, তিনিটি ইট সমান একটি কনক্রিট। ইট দিয়ে ভবন নির্মান করারচে কনক্রিট ব্লক দিয়ে বাড়ি তৈরী করলে টেকসই হবে অনেক বেশি। আশা করছি দ্রুত ইটের বিকল্প হিসাবে বিভিন্ন নির্মান কাজে কনক্রিট ব্লক ব্যবহার চালু হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে