ঊর্ধ্বমুখী প্রবণতায় সূচক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২; সময়: ১১:৫৭ পূর্বাহ্ণ |
ঊর্ধ্বমুখী প্রবণতায় সূচক

পদ্মাটাইমস ডেস্ক : সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে নতুন বছরের প্রথম সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পুঁজিবাজারের লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৪৬ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ১০৭ পয়েন্ট।

ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এই সময়ে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বাড়ছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সময়ে ‍৩৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৮ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়েছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩২ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা। এর আগের দিন সোয়া এক ঘণ্টায় লেনদেন হয়েছিল ৪৯৮ কোটি ২০ লাখ ৮৪ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১০৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৮ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার ৯৫০ টাকার শেয়ার।

সিএসইতে প্রথম ঘণ্টায় ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে