ইলিশ উৎপাদনে পৃথিবীর মধ্যে এক নম্বরে বাংলাদেশ

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২; সময়: ৯:৫৮ অপরাহ্ণ |
ইলিশ উৎপাদনে পৃথিবীর মধ্যে এক নম্বরে বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে এক নম্বরে। অতীতে যেই পরিমান ইলিশ আহরণ হতো এখন তার থেকে অনেক বেশি আহরিত হচ্ছে। এমন বাস্তবতায় এখন আমরা উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি ও গুণগত মান নিশ্চিত করতে কাজ করছি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকালে খুলনা শিপইয়ার্ডে ইলিশ গবেষণার জন্য তৈরি জাহাজ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কাছে হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী আরও বলেন, গবেষণার কাজে সহায়তার জন্য ইলিশ গবেষণায় অত্যাধুনিক ল্যাবরেটরিসহ বিশেষ ধরনের জাহাজ তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড। এটি নদ- নদী, মোহনা ও সাগর উপকূলে দীর্ঘসময় অবস্থান করে গবেষণা কার্যক্রম চালাতে পারবে। একইসাথে ইলিশের নতুন বিচরণক্ষেত্র নিরূপণ ও উৎপাদনে গবেষণা কাজে সক্ষমতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.ইয়াহিয়া মাহমুদ এবং খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর খন্দকার আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে