সেবা ও পণ্যের সঙ্গে ভ্যাট যুক্ত করে মূল্য নির্ধারণ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১; সময়: ৬:২৪ অপরাহ্ণ |
সেবা ও পণ্যের সঙ্গে ভ্যাট যুক্ত করে মূল্য নির্ধারণ

পদ্মাটাইমস ডেস্ক : এখন থেকে সেবা ও পণ্যের মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।

রবিবার জাতীয় রাজস্ব বোর্ড ভবনে ইএফডিএমএম-এর লটারির ড্র অনুষ্ঠানে তিনি একথা জানান।

এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট দিতে প্রতিষ্ঠানগুলোতে উৎসাহিত করতে এনবিআর লটারির আয়োজন করলেও তাতে খুব বেশি সাড়া মিলছে না। গ্রাহকদের সুবিধার জন্যই পণ্যের দামের সঙ্গেই মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গ্রাহকদের স্বস্তি দিতেই এখন থেকে আর পণ্য বা সেবার মূল্যে আলাদা করে ভ্যাট উল্লেখ থাকবে না বলেও জানান তিনি।

এর আগে, ডিসেম্বর মাসের ইএফডিএমএস লটারি জয়ীদের নাম ঘোষণা করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে