৬০ লাখ টন চিনি রপ্তানি করবে ভারত

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১; সময়: ৯:২০ পূর্বাহ্ণ |
৬০ লাখ টন চিনি রপ্তানি করবে ভারত

পদ্মাটাইমস ডেস্ক : বিগত দুই মৌসুম থেকেই ভারতের চিনি রপ্তানির বাজার চাঙা রয়েছে। সেই সূত্র ধরেই চলতি মৌসুমেও ৬০ লাখ টন চিনি রপ্তানি করতে পারে বলে জানিয়েছে ভারত।

পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৯-২০ মৌসুমে ৫৯ দশমিক ৫০ লাখ টন চিনি রপ্তানি করেছে ভারত। ২০২০-২১ মৌসুমে দেশটির চিনি রপ্তানি দাঁড়িয়েছে ৭১ লাখ টন।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণে অনেকেই ভারতের চিনি ব্যবসায় ধস নামবে বলে আশঙ্কা করেছিল। ভারতে চিনির সবথেকে বড় বাজার আফ্রিকার উত্তরাংশে হওয়ায় ওমিক্রনের সরাসরি আঁচ রপ্তানি বাজারে প্রভাব ফেলেনি বলে ধারণা করা যাচ্ছে।

এ ব্যাপারে ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশনের (আইএসএমএ) মহাপরিচালক অভিনাশ ভার্মা জানান, করোনার আগের দুই ঢেউয়েও দেশের রপ্তানিতে তেমন প্রভাব পড়েনি।

প্রায় বছর দুয়েক ধরে চলা করোনা মহামারি সত্ত্বেও আগের দুই মৌসুমে চিনি রপ্তানি বেশ চাঙা ছিল। চলতি মৌসুমে ৬০ লাখ টন চিনি রপ্তানির আশাবাদ ব্যক্ত করেন অভিনাশ ভার্মা।

তিনি আরও বলেন, ‘আফ্রিকায় ভারতীয় চিনির সবচেয়ে বড় গ্রাহক হচ্ছে সোমালিয়া ও ইথিওপিয়া। মহাদেশটির দক্ষিণাংশের প্রায় অর্ধেক দেশেই ওমিক্রন ভ্যারিয়েন্ট হানা দিলেও আমাদের বেশির ভাগ বাজার উত্তরাংশে। প্রলম্বিত মহামারিতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি কীভাবে সংক্রমণের ঝুঁকি এড়িয়ে আমাদের বিক্রি ও রপ্তানি চালু রাখতে হয়।’

চিনিশিল্পে করোনাভাইরাসের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে অভিশান ভার্মা বলেন, সাধারণত এমন পরিস্থিতিতে আমরা শ্রমস্বল্পতার মুখোমুখি হই এবং রপ্তানির জন্য পর্যাপ্ত কনটেইনার পাই না। নতুন ভ্যারিয়েন্টের হানা সত্ত্বেও চলতি মৌসুমে চিনি রপ্তানি বেশ চাঙা থাকবে বলেই দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।

ইতোমধ্যে প্রান্তিক পর্যায়ে মহারাষ্ট্র প্রদেশের কৃষকদের কাছ থেকে আখ সংগ্রহ করেছে চিনিকলগুলো। কৃষকরাও ন্যায্যমূল্যে আখ বিক্রি করতে পারছে বলে জানায় দেশটির সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্প্রতি মহারাষ্ট্রের চিনিকলগুলোয় ২৬ দশমিক ৮৮ লাখ টন আখ মাড়াই হয়েছে। ভারত সরকার কর্তৃক অনুমোদিত ন্যায্যমূল্য বা এফআরপির মাধ্যমে কৃষকদের ৮৮১ দশমিক ৯০ কোটি রুপি অর্থ প্রদান করতে হবে চিনিকল মালিকদের।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৩১৭ দশমিক ৯১ কোটি রুপি প্রদান করেছে, যা তাদের মোট প্রদেয় অর্থের প্রায় ৪৪ দশমিক শূন্য ৫ শতাংশ। মহারাষ্ট্রের মোট ৭৪টি চিনিকলের ১৭টি চিনিকল শতভাগ বকেয়া প্রদান করেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে