ইউপি নির্বাচন উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১; সময়: ৩:৫১ অপরাহ্ণ |
ইউপি নির্বাচন উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু। জানা গেছে- গেল ২৫ নভেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়, সোনামজিদ স্থলবন্দর শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত।

ফলে নির্বাচনের স্বার্থে বন্দরের সকল কার্যক্রম বন্ধের অনুরোধ জানিয়েছেন। এদিকে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ২৮ নভেম্বর বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৯ নভেম্বর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে