ঊর্ধ্বমুখী সূচকে চলছে পুঁজিবাজারে লেনদেন

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১; সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ |
ঊর্ধ্বমুখী সূচকে চলছে পুঁজিবাজারে লেনদেন

পদ্মাটাইমস ডেস্ক : সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে চলছে দেশের পুঁজিবাজারে লেনদেন। ফলে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ নভেম্বর) লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় সাড়ে ৫শ কোটি টাকা।

এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৪১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ১৪৭ পয়েন্ট। সূচক বাড়লেও এসময় কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেন বেড়েছে।

ডিএসইর তথ্যমতে, প্রথম ঘণ্টায় বাজারটিতে ৩৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৭৩টির, আর অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও বড়মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে সাত হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকও কমেছে। এর মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে দশমিক ৮৮ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৭কোটি ৬৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৪৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৮৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় লেনদেন হয়েছে ২০ কোটি ২৪ লাখ ৭২ হাজার ৯৯৩ টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ৬৮টির, আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে