পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১; সময়: ১২:১৪ অপরাহ্ণ |
পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

পদ্মাটাইমস ডেস্ক : সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৩২ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫০৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৫৮ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৮টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১২৭টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫২৪ পয়েন্টে অবস্থান করছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে