বিশ্বের সর্বোচ্চ এলইইডি সার্টিফিকেশনসহ কারখানা বাংলাদেশে

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১; সময়: ৪:১১ অপরাহ্ণ |
বিশ্বের সর্বোচ্চ এলইইডি সার্টিফিকেশনসহ কারখানা বাংলাদেশে

পদ্মাটাইমস ডেস্ক : আরও একটি বাংলাদেশি কারখানা, ডেনিম প্রসেসিং প্ল্যান্ট, ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) সনদ পেয়েছে।

রোববার (১৭ অক্টোবর) রাতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সূত্র জানিয়েছে, এটি টেক্সটাইল এবং তৈরি পোশাক খাতে গ্রিন বিপ্লবে দেশকে বৈশ্বিক শীর্ষ অবস্থানকে স্থিতিশীল করবে।

সাম্প্রতিক সময়ে নতুন সংযোজনের ফলে, বাংলাদেশে এখন ইউএসজিবিসি থেকে এলইইডি সার্টিফিকেশনসহ ১৫০টি কারখানা হয়েছে। এর মধ্যে ৪৪টি প্লাটিনাম, ৯৩টি স্বর্ণ, নয়টি রৌপ্য এবং চারটি লিড-রেটেড সার্টিফিকেট। এই বছরের জুন মাসে গ্রিন উদ্যোগে তাদের ভূমিকার জন্য বিজিএমইএ ইউএসজিবিসি সার্টিফিকেশনও পেয়েছে।

বিশ্বের শীর্ষ দশ পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে নয়টিই বাংলাদেশের। শুধু তাই নয়, শীর্ষ ১০০ গ্লোবাল প্ল্যাটিনাম কারখানার মধ্যে ৩৯টিই বাংলাদেশের।

২০১২ সালের মে মাসে বাংলাদেশের ভিনটেজ ডেনিম স্টুডিও বিশ্বের প্রথম এলইইডি প্লাটিনাম সার্টিফায়েড কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছিল। ২০১৩ সালে রানা প্লাজা ভবনধসের পর পোশাক উদ্যোক্তারা গ্রিন উদ্যোগে প্রচুর বিনিয়োগ করেছেন।

এ ধরনের উদ্যোগ শিল্প ও দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে সাহায্য করেছে বলে জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বাড়াতে, আমাদের উদ্যোক্তারা গ্রিন ভবনে বিনিয়োগ করছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে